নিউজপিডিয়া ডেস্ক: হায়দ্রাবাদের রাষ্ট্রীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালটি জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার শহরে ব্যাপক বৃষ্টির জেরে সেখানে জল ঢুকে গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে যে, অতি বৃষ্টির ফলে হাসপাতালের করিডোরগুলি জলমগ্ন হয়ে গেছে। সেখানে হাঁটতে গিয়ে মানুষের পায়ের গোড়ালি থাকছে জলের তলায়।
ভারত আবহাওয়া অধিদফতর ইতিমধ্যে এক পূর্বাভাসে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতের দিকে হায়দ্রাবাদে বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।
প্রাচীনতম সরকারী হাসপাতালগুলির অন্যতম একটি হল ওসমানিয়া জেনারেল হাসপাতাল। হেরিটেজ এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান। তাঁরই নামানুসারে হাসপাতালটির নামকরণ করা হয়।