জলপাইগুড়ি, ২৭ জুলাই: জলপাইগুড়িতে তৈরি হলো অক্সিজেন ব্যাঙ্ক। লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফে এই অক্সিজেন ব্যাঙ্ক চালু করা হয়। সোমবার এই অক্সিজেন ব্যাঙ্কের উদ্বোধন করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়। জানা যায়, সকাল সাতটা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে। অক্সিজেন সিলিন্ডার পাওয়ার জন্য 8900100000 নম্বরে ফোন করতে হবে। তবে এই অক্সিজেন সিলিন্ডারের ভাড়া বাবদ দিতে হবে ১৫০ টাকা। সংস্থার সদস্য বিকাশ কুমার আগরওয়ালের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে।
বর্তমানে এই অক্সিজেন ব্যাঙ্কে ১১ টি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। অক্সিজেন ব্যাঙ্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ির সদস্য সহ আরও অনেকে। সংস্থার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ির বাসিন্দারা।