
দ্য থার্ড আই ডেস্ক : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আজ বুধবার পালঘর গণপিটুনিতে অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ১০১ জনের পরিচয় জনসম্মুখে এনেছেন। প্রসঙ্গত ঐ ঘটনায় দুইজন সাধুসহ তিন জনের মৃত্যু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযুক্তদের তালিকা প্রকাশের সময় স্পষ্টই বলেছেন যে অভিযুক্তদের একজনও মুসলিম নয় এবং আরও একবার অনুরোধ করেন যে এই ঘটনায় যেন কেউ সাম্প্রদায়িকতার বিষ না মেশায়।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, “পালাঘর গণপিটুনি একটি ঘৃণ্য ঘটনা যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিশু চুরির গুজবের ফলে হয়েছে। একটি উচ্চ পর্যায়ের তদন্ত চলছে এবং সবাইকে অনুরোধ করছি কেউ গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবরের খপ্পরে পড়বেন না, বিশ্বাস যোগ্য উৎসে সেটা যাচাই করবেন।”
“গণমাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিও তে শোনা যায় ‘ওয়ে বাস’, কিন্তু অনেকেই ওটাকে ‘সোয়ায়েব বাস’ বলে ছড়িয়ে দেয়। এমন একটা পরিস্থিতি যখন সমগ্র রাজ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন কিছু মানুষ সাম্প্রদায়িক কুমন্ত্রণা ছড়াতে ব্যস্ত” বলে তিনি মন্তব্য করেছেন ।


