সাজ্জাদ হোসেন আহমেদ, শীতলকুচি: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস শীতলকুচি ব্লকের খলিসামারীতে অনুমোদিত হাওয়ায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল ও শোভাযাত্রা করলেন শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।

শীতলকুচি কলেজ চত্বর থেকে মিছিল বের করে তারা শীতলকুচি বাজার পরিক্রমা করেন। প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মিছিলে নেতৃত্ব দেন নব নিযুক্ত ছাত্র পরিষদের শীতলকুচি ব্লক সভাপতি হিমান রায়, সেলিম মিঞা ও অন্যান্য ছাত্র নেতৃত্বরা।
