নিউজপিডিয়া ডেস্ক, ৯ জুলাইঃ ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য সিবিএসই-র সিলেবাসে ব্যাপক রদবদল আনা হয়েছে। নতুন সিলেবাসে ঠাঁই পায়নি ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা, গণতন্ত্র, নোটবন্দির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। তাই ছাত্রছাত্রীদের মনে শুরু থেকেই শাসক দলের ভাবাদর্শ গেঁথে দিতে চাইছে।
যদিও সিবিএসই-র তরফে স্বাভাবিকভাবেই বিরোধীদের দাবি অস্বীকার করা হয়েছে। তাদের সাফাই, পড়ুয়াদের চাপ লাঘব করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সিলেবাসের ৩০ শতাংশ কমে যাবে। তবে এই বিষয়গুলি পরীক্ষায় না এলেও পাঠদানে বাধা নেই। সংবাদমাধ্যম এর ভুল ব্যাখ্যা করছে।
যদিও সিবিএসই-র দাবি মানতে নারাজ বিরোধী শিবির। বিষয়টি নিয়ে টুইট করেছেন একাধিক বিরোধী নেতা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ‘‘করোনা-সঙ্কটের এই সময়ে সিবিএসই-র পাঠ্যক্রম কমাতে গিয়ে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, দেশভাগের মতো বিষয় কেন্দ্র বাদ দিয়েছে জেনে আমি স্তম্ভিত। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যে কোনো কোনও মূল্যে এগুলি বাদ না দেওয়ার আর্জি জানাই।”
Shocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKM
বিষয়টি নিয়ে খড়গহস্ত কংগ্রেসও। কংগ্রেস নেতা কংগ্রেসের রণদীপ সিংহ সুরজওয়ালা বলেন, ‘‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ দিয়ে কি শেষ পর্যন্ত শুধু নোট বাতিল সম্পর্কে পড়ানো হবে?’’
সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, “মোদি-শার নতুন সিলেবাসে একনায়কতন্ত্র, গণহত্যা, গোঁড়ামিও থাকলে বৃত্ত সম্পূর্ণ হতো।”
ModiShah’s revised CBSE curriculum should also include chapters on supremacism, pogroms & bigotry to complete the circle
— Mahua Moitra (@MahuaMoitra) July 9, 2020
তবে নোটবন্দীও সিলেবাস থেকে বাতিল করা হয়েছে। এনিয়ে জেএনইউয়ের প্রফেসর জয়তী ঘোষ বলেন, ” নোট বাতিলে যে অর্থনীতির সর্বনাশ হয়েছে, তা প্রায় সমস্ত পরিসংখ্যানেই প্রমাণিত। নিজেদের ভাবাদর্শ পড়ুয়াদের মনে গেঁথে দেওয়া বা অপ্রিয় বিষয় তাদের চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এই শাসকের দীর্ঘ দিনের। তা কার্যকর করতে করোনা-সঙ্কটকে কাজে লাগাচ্ছে তারা।”
যে বিষয়গুলি ছেঁটে ফেলা হয়েছে তার আংশিক তালিকা নিচে দেওয়া হল।
দ্বাদশ শ্রেণির বিজনেস স্টাডিজ
• ব্যবসার পরিবেশ (নোট বাতিল সম্পর্কে ধারণা)
দ্বাদশ শ্রেণির অর্থনীতি
• ভারতীয় অর্থনীতির সামনে চ্যালেঞ্জ (দেশে শিক্ষা ক্ষেত্রের বৃদ্ধি)
দ্বাদশ শ্রেণির সমাজবিদ্যা
• ভারতে সামাজিক পরিবর্তন ও উন্নয়ন (ভারতে গণতন্ত্রের আখ্যান, জন-সংযোগ মাধ্যম ও যোগাযোগ)
দ্বাদশ শ্রেণির আইন
• ভারতে মানবাধিকার (ভারতে মানবাধিকারের ইতিহাস)
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
• আঞ্চলিক আকাঙ্ক্ষা
• সামাজিক এবং নয়া সামাজিক আন্দোলন
• পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
• পরিকল্পিত উন্নয়ন (যোজনা কমিশন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা)
• ভারতের বিদেশ নীতি (প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক)
দ্বাদশ শ্রেণির ইতিহাস
• দেশভাগ
একাদশ শ্রেণির বিজনেস স্টাডিজ
• অভ্যন্তরীণ বাণিজ্য (পণ্য-পরিষেবা কর বা জিএসটির ধারণা)
একাদশ শ্রেণির অর্থনীতি
• বাজারের ধরন ও দাম নির্ণয় (একচেটিয়া বাজার, একচেটিয়া বাজারে প্রতিযোগিতা)
একাদশ শ্রেণির মনস্তত্ত্ব
• ভাবনা
• প্রেরণা ও আবেগ
একাদশ শ্রেণির ইংরেজি
• লেখা (বায়োডেটা-সহ চাকরির আবেদন)
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
• যুক্তরাষ্ট্রীয় কাঠামো
• নাগরিকত্ব
• ধর্মনিরপেক্ষতা
• স্থানীয় প্রশাসন (কেন প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনের বিকাশ)
দশম শ্রেণির সমাজবিজ্ঞান
• গণতন্ত্র এবং বৈচিত্র
• লিঙ্গচেতনা, ধর্ম ও জাতিভেদ
• গণ আন্দোলন
• গণতন্ত্রের চ্যালেঞ্জ
নবম শ্রেণির সমাজবিজ্ঞান
• গণতান্ত্রিক অধিকার
• খাদ্য নিরাপত্তা