নিউজপিডিয়া বিনোদন ডেস্কঃ আজ সল্টলেকের অরণ্যভবনে গিয়ে রাজ্যের অরণ্য মন্ত্রী রাজীব ব্যানার্জির হাতে নিজের লেখা উপন্যাস “বাস্তব” তুলে দিলেন দিলেন অভিনেত্রী পায়েল সরকার। মন্ত্রী জানান, তিনি উপন্যাস পড়তে এতটাই ভালোবাসেন। সকল মানুষকে পায়েল সরকারের বাস্তব উপন্যাসটি পড়তে বলেন। শুভেচ্ছা জানান অভিনেত্রীকে।
কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল মৃত্যুর পরের জীবন নিয়ে লেখা পায়েল সরকারের এই উপন্যাসটি। প্রকাশের সাথে সাথে ব্যাপক সাড়া পড়েছে। অ্যামাজনে ভালো বিক্রিও হচ্ছে বলে জানান পায়েল। এর আগে বইটির প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী দেবশ্রী রায় সহ অনেকেই।