নিউজপিডিয়া ডেস্ক, ১০ জুনঃ তিনি
কখনো অভিনেত্রী , কখনো নৃত্য শিল্পী আবার কখনো বা লেখিকা। পাশাপাশি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে মহামারীর মধ্যে অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিলেন সেটাই দেখার। দুঃস্থ মানুষদের সচরাচর ডাল, ভাত অথবা খিচুড়ি দেওয়া হয়। কিন্তু তাঁদেরও চাউমিন, পিজ্জার মতো খাবার সরবরাহ করার ব্যাওয়ারে উদ্যোগী হলেন অভিনেত্রী পায়েল। তাঁর রেসিপির নাম “মৌ স্পেশাল ম্যাগি “। পায়েল নানা ভেজিটেবলসের সঙ্গে অন্যভাবে রেসিপিটি তৈরি করেন। তবে রান্না করার সময় পায়েলকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে ব্যাঙ্গ করে বলে ” ওরা এসব খাবার খাবে না ” কিন্তু পায়েল নিজের জেদ বজায় রেখে দুঃস্থদের খাওয়ানোর উদ্দেশে তাঁর রান্নাঘর চালাচ্ছেন।