নিউজপিডিয়া ডিজিটাল ডেস্ক: ব্যাবসার জন্য কি না করতে হয়, গোটা নেট দুনিয়ায় এখন ট্রেন্ডিং চলছে বিনোদ নাম।এক কাস্টমারের অনুরোধে নাম পালটাল Paytm। নতুন নাম বিনোদ। আর এর পরেই হাস্যরস চেটেপুটে উপভোগ করলেন নেটনাগরিকরা। ঘটনাবহুল ২০২০-তে মিমের বন্যা বইছেই। এরমধ্যে নয়া সংযোজন বিনোদ নাম! ইউটিউবের এক মন্তব্য থেকেই ভাইরাল হয়েছে ‘আমরা সবাই বিনোদ’ মিম। সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই মিমটি। চটজলদি শেয়ার হচ্ছে এই বিনোদ নাম নিয়ে নানা মজার মিম। আর এর উল্লেখ করেই Paytm-কে ট্যাগ করে নাম পালটে বিনোদ লিখতে অনুরোধ করেছিল গব্বর নামের আরও এক জনপ্রিয় টুইটার হ্যান্ডল। দ্রুতই নাম পালটে বিনোদ করে দেয় Paytm এর টুইটার হ্যান্ডল।