নিউজপিডিয়া ডেস্ক: কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দুই মাসের অধিক সময় ধরে চলা কৃষক আন্দোলনের জেরে উত্তাল পুরো দেশ। বর্তমানে -এর প্রভাব অতিক্রম করেছে দেশের সীমানাও। বিদেশের সেলিব্রেটিরাও কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন। এবার জাতিসংঘের মানবাধিকার কমিশনও (ইউএনএইচআরসি) কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেছে। সরকার এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের সংযমী হওয়ার আবেদন জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের পাশাপাশি প্রশাসনকেও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছে মানবাধিকার কমিশন। কমিশননের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “মানবাধিকারকে সম্মান করার ক্ষেত্রে ন্যায়সঙ্গত সমাধানের পক্ষ অবলম্বন জরুরি।” “প্রতিবাদকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি উভয় পক্ষেরই সংযম বজায় রাখা জরুরি” বলে এক টুইটে জানিয়েছে কমিশন।
শনিবারও কৃষি আইনের বিরুদ্ধে চাক্কা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তবে শুক্রবার রাজ্যসভায় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং কৃষি আইনের পক্ষেই সাফাই দেন। তিনি বলেন, “পাঞ্জাব ও হরিয়ানাসহ অধিকাংশ রাজ্যে চুক্তি চাষের ক্ষেত্রে চুক্তি ভাঙার জন্য কৃষকদের শাস্তির বিধান থাকলেও কেন্দ্রীয় আইনে কৃষকদের কোনও শাস্তির কথা উল্লেখ করা হয়নি। তবুও কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে।”