বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: দীর্ঘদিন রাস্তা সংস্কার হয়নি। তাই বেহাল হয়ে পড়েছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ অঞ্চলের রায় পাড়ার ১ কিমি গ্ৰাভেল রাস্তা ।বৃষ্টি হলেই জলকাদায় চলাচলের ভোগান্তি বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। যান চলাচলেও সমস্যা হচ্ছে। বৃষ্টি বেশি হলে রাস্তা দিয়ে চলাচল করাই দায় হবে বলে স্থানীয়দের একাংশের আশঙ্কা।

রাস্তাটি পাকা করার দাবিতে একাধিক বার সরব হয়েছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ। বামফ্রন্ট সরকার এ ব্যাপারে সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকারের আমলেও বাসিন্দাদের দাবিতে সাড়া দেয়নি কেউ। এতে বেজায় ক্ষুব্ধ এলাকায় মানুষ। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের পাশাপাশি বৃহত্তর স্বার্থে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।
বর্তমান সরকারের আমলে আশেপাশের অনেক রাস্তাই পাকা করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ওই রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।ফলে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তাটি ।রাস্তাটির মধ্যে গর্তও তৈরি হয়েছে। বৃষ্টিতে গর্তে জল জমায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অথচ যোগাযোগের ক্ষেত্রে রাস্তাটির গুরুত্বও কম নয়।
এই রাস্তাটির উপর ২৭টি পরিবার নির্ভরশীল। কৃষি পরিবহনেও ভারী যান চলাচল করে ওই রাস্তায়। ২০ বছরের পুরোনো এই গ্ৰাভেল রাস্তাটি বর্তমান সরকারের আমলে দুই একবার সংস্কার করা হলেও সেটির হাল ফেরেনি বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তাটি পাকা হলে ২০০ জন মানুষ উপকৃত হবেন বলে মনে করেন তাঁরা। অবশ্য এই এলাকার পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা রায় বলেন, “রাস্তাটি পাকা করার প্রস্তাব কোচবিহার জেলা পরিষদে পাঠানো হয়েছে। তারাই বিষয়টি দেখছে।” রাস্তাটি পাকা করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক অর্ঘ্য রায় প্রধানও।