নিউজপিডিয়া ডেস্ক: ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিলিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত ভবনে ব্যাপক ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের সুমতিনগরের। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গত ২০ মে আমফানের প্রবল শক্তির আঘাতে একপ্রকার লন্ডভন্ড হয়ে যায় গোটা সারগদ্বীপ। অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পাশে না থেকে নিজেদের মধ্যেই টাকা ভাগাভাগিতে ব্যস্ত থেকেছে শাসক দল তৃণমূল। ক্ষতিগ্রস্তদের তৈরি তালিকাতেও ব্যাপক কারচুপির অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে তালিকায় স্থান পেয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নাম।
এইসবে গত কয়েকদিন ধরে এলাকায় চাপা উত্তেজনা সোমবার চরম আকার নেয়। ধসপাড়া সুমতিনগর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সামনে ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও আশ্বাস না পেয়ে বিক্ষোভকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। পঞ্চায়েত অফিসের চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্র বাইরে নিয়ে এসে পিটিয়ে পিটিয়ে ভাঙে ক্ষিপ্ত জনতা।
এর পর ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পঞ্চায়েত সদস্য সাগরিকা আড়ি ও গয়ারাম মণ্ডলের বাড়িতেও ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা এই বিক্ষোভের দায় বিজেপির উপরেই চাপিয়েছেন। তিনি বলেন, ‘লোকজনকে ভুল বুঝিয়ে বিজেপি এসব গন্ডগোল করাচ্ছে। উপযুক্তদেরই নাম রয়েছে তালিকায়।’