
নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে গোটা দেশ ও রাজ্যের সাথে সাথেই কোচবিহারেও চলছে লক ডাউন।তবে কোচবিহার রাজ্যের গ্রীন জোন জেলা হিসেবে থাকায় এখানে লক ডাউন শর্ত সাপেক্ষে কিছুটা শিথিল করার কথা প্রশাসন বললেও, জনগণের মধ্যে মাস্ক আর সামাজিক দূরত্ব রাখার জন্য বলা হচ্ছে।
এমতবস্থায় যারা মাস্ক পড়বেন না তাদের জন্য এক অভিনব কায়দায় শাস্তির বিধান আনলেন কোচবিহারের মহকুমা প্রশাসক সঞ্জয় পাল। তিনি বলেছেন যারা মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের ধরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে।
এদিন বেলা সাড়ে দশটা নাগাদ লক ডাউন উপেক্ষা করে মানুষ বাজারে ভিড় জমালে হঠাৎ পুলিশ আধিকারিকদের নিয়ে বাজারে ঢোকেন তিনি। বাজারে ঢুকে সাথে সাথেই মাস্ক ছাড়া একজনকে ধরে তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। তার কথায় এখনও সময় আছে সাবধান হোন, মাস্ক ব্যবহার করুন,না হলে বাজার এলাকায় এভাবে ঘোরাঘুরি করলে সোজা অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হবে।