
ফিরোজ হক্, ৬ই এপ্রিল, ২০২০:-ময়নাগুড়ি এলাকার পথসাথীরা লকডাউনের ফলে দীর্ঘদিন অনাহারে দিন কাটাচ্ছিল। তাদের এরূপ অবস্থা দেখে তাদের পাশে দাঁড়িয়েছে ফিনিক্স ফাউন্ডেশন। গত ১৩দিন ধরে ফিনিক্স ফাউন্ডেশন ময়নাগুড়ি এলাকার পথসাথীদের খাদ্যের দায়িত্ব নিয়েছে এবং যতদিন তাদের করুণ অবস্থার অবসান না ঘটবে ততদিন এই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে ফিনিক্স ফাউন্ডেশনের কর্মকর্তারা।
যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে এবং সচেতন থেকে তারা কাজ করে চলছে। সরকারি নির্দেশে জণগণকে করোনা ভাইরাসের গ্রাস থেকে দূরে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তাই ফিনিক্স ফাউন্ডেশনের কর্মকর্তারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে ভিন্ন ভিন্ন এলাকায় খাদ্য সরবরাহ করছে।এছাড়াও করোনা প্রকোপ থেকে দূরে থাকার জন্য ও দূরে রাখার জন্য পথসাথীদেরও সচেতন করে চলছে।তারা নিজেরা হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহারের পাশাপাশি পথসাথীদের হাতে খাদ্য তুলে দেবার পূর্বে স্যানিটাইজার দিয়ে তাদের হাত যথেষ্ট ভালোভাবে ধুইয়ে নিচ্ছে। ফিনিক্স ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য ময়নাগুড়ি এলাকার পথসাথীরা অনাহারে না থেকে দু-মুঠো খেতে পারছে।