ফিরোজ হক্, মেটেলী: করোনা পরিস্থিতিতেও থেমে নেই ভ্রমণ প্রেমিকরা। এমনই একটি ভ্রমণের উপযুক্ত স্থান হল মেটেলী ব্লকের মূর্তি মদী ও মূর্তি সংলগ্ন এলাকাগুলি। প্রতিদিনই এই স্থানে ভ্রমণ করতে আসছেন কয়েক শতাধিক মানুষ। তবে, সমস্যা এখানে নয়, সমস্যা হলো মূর্তি নদীতে পিকনিক স্পট আইনত দন্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও ফের মূর্তি নদীতে পিকনিক স্পট বানিয়ে পিকনিক করা হচ্ছে। এমনকি অসামাজিক ক্রিয়াকলাপ চলছে বলেও অভিযোগ।
শনিবার মূর্তি নদীতে পিকনিক স্পট বানিয়ে বেশ কিছু যুবক সেখানে মদ্যপান করেছেন ও পিকনিক করেছেন বলে জানা যায়। গত ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই স্থানটি পিকনিক স্পট ছিল। ২০১৫ সাল থেকে প্রশাসনিক তরফে এই স্থানে পিকনিক করা দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়। তারপর হুশ হয়নি বেশ কিছু ব্যক্তির।
২০১৮ সালে এই স্থান সাক্ষী থাকে এক মর্মান্তিক ঘটনার। জলপাইগুড়ি নিবাসী এক ক্রিকেট খেলোয়ারকে মদ্যপ অবস্থায় তলিয়ে নিয়ে যায় নদীর জলোচ্ছাস। প্রায় ৭ দিন পর সেই যুবকের দেহ উদ্ধার হয় মূর্তির সেতু থেকে।
কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার পরও পুনরায় এই স্থানকে পিকনিক স্পট করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে পরিবেশপ্রেমী সুমন চৌধুরি জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আপনারা মূর্তিতে আসুন, ঘুরুন, তবে নদীর ধারে বসে মদ্যপান করবেন না, অন্য কোনো নেশা করবেন না, নদীতে বর্জ্য পদার্থ ফেলবেন না। এই জলই পশুপাখিরা পান করে। আপনারা সচেতন হন, পরিবেশকে রক্ষা করুন, সৃষ্টিকে রক্ষা করুন।”