
ফিরোজ হক্, মেটেলী : জলপাইগুড়ি জেলার মেটেলী বাজারের ইনডং চা বাগানে এক অদ্ভুদ দৃশ্য দেখা গেল। চোখে না দেখলে যা হয়তো বিশ্বাস হবে না। সদ্য জন্ম নেওয়া একটি শূকর শাবকের মাথা দেখতে হুবহু মানুষের মতো।
শূকর শাবকের মালিকের কাছ থেকে জানা যায়, মা শূকরটি আজ থেকে ২ দিন আগে অর্থাৎ রবিবার ৫ টি শূকর ছানার জন্ম দেয়। তারপর গতকাল বাদ দিয়ে আজকের দিনে শূকরটি আরও তিনটি ছানার জন্ম দেয়,যার মধ্যে একটি শূকর ছানার মাথা অনেকটাই মানুষের মতো। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই অদ্ভুদ শূকরছানা সমেত মঙ্গলবার জন্ম নেওয়া বাকি দুটি শূকরছানার একটিও পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তবে ২ দিন আগে জন্ম নেওয়া পাঁচটি শূকরছানা জীবিত ও সুস্থ।
এই খবরটি আশেপাশে ছড়িয়ে পড়ার পর এই অদ্ভুদ দৃশ্যটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে যায় ইনডং চা বাগানে। মানুষের ভিড় উপচে পড়ে। সেইসঙ্গে ছবি তোলার জন্য তাড়াহুড়ো।