নুর হোসেন, কোচবিহারঃ তাঁকে নিয়ে গুজব না ছড়ানোর আর্জি জানালেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়। তিনি জানান, তিনি সেল্ফ আইসোলেশনে আছেন। কোচবিহার শহরে বেড়েই চলছে করোনা সংক্রমণ।
মঙ্গলবার জেলায় আরও ২৩ জনের করোনা সংক্রমণের খবর জানিয়েছে জেলা প্রশাসন। আক্রান্তদের মধ্যে ২২ জন কোচবিহার সদরের বাসিন্দা এবং ১ জন দিনহাটা মহকুমারের বাসিন্দা।
প্রাক্তন সংসদ পার্থ প্রতিম রায় তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট বলেন, “আমাকে নিয়ে প্লিজ কেউ গুজব ছড়াবেন না। আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেল্ফ আইসোলেশনে আছি। ইতিমধ্যে চারদিন অতিক্রান্ত হয়েছে। আর মাত্র তিনদিন থাকব। আমি ভীষণভাবে সুস্থ আছি,স্বাভাবিক আছি।”
প্রাক্তন আরো জানান, ভূষণ সিং সুস্থ আছেন। কয়েকদিন পর তিনি ফিরে আসবেন। এছাড়াও বিধায়ক উদয়ন গুহ চিকিৎসাধীন আছেন। সেই সঙ্গে বিষ্ণুব্রত বর্মনের দ্বিতীয়বারের টেস্টও করোনা নেগেটিভ আসছে। তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।