
দি থার্ড আই ডেস্ক : জনতা পার্টির ৪০-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপী কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, করোনায় সংকটের মুখে মানবজাতি। দলের সর্বস্তরের নেতা কর্মীকে সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কার্য সম্পাদনা করার কথা বলেন। ভারতকে কোভিড-১৯ থেকে কাটিয়ে ওঠার জন্য গৃহবন্দী মানুষদের যথাসাধ্য সাহায্য করার কথা জানান।
তিনি আহ্বান করেন, সর্বস্তরের জনগণকে সর্বদা প্রস্তুত থাকতে। তিনি বলেন, আমাদের মা-বোনেরা যুদ্ধের সময় তাদের গহনা দান করেছিলেন। বর্তমান পরিস্থিতিও যুদ্ধ থেকে কোনো অংশেই কম নয়। বর্তমানে সমগ্র মানবজাতি অপরিচিত শক্তির সাথে যুদ্ধ করছে। এই যুদ্ধে জয়লাভের প্রধান অস্ত্র মানবতা ও আত্মবিশ্বাস। তিনি “পিএম কেয়ার ফান্ড” এ টাকা দান করতে আহ্বান করেন। বিজেপি নেতা কর্মীরা যেমন করোনা মোকাবিলায় গঠিত পিএম কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করবেন, ঠিক তেমনই অন্তত ৪০ জনকে বলতে হবে, তাঁরা যেন এই ফান্ডে টাকা দান করেন।
৫-ই এপ্রিল সমগ্র ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাসের অন্ধকারময় পরিস্থিতির বিরুদ্ধে প্রদীপ জ্বালানো হয়েছিল। সমগ্র ভারতবাসী যে এমন শৃঙ্খলাবদ্ধ কাজ করেছেন তার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এক নির্দেশনায় ১৩০ কোটি ভারতবাসীকে বর্তমানে একই ছাতার নিচ থেকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি দেশের জণগণকে সচেতনতার বার্তা দিয়ে বলেন- আপনি বাইরে যাওয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করছেন কি না। রহস্যজনক ভাইরাস কোভিড-১৯ এর বিপক্ষে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।
প্রধানমন্ত্রী আশা করেন যে বিজেপী কর্মীরা তাদের পরিবার থেকে শুরু করে সমাজ এবং দেশের জনগণকে সুরক্ষিত রাখতে সচেষ্ট হবেন। প্রধানমন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীদের যেমন: ডাক্তার, নার্স, ব্যাংক ও ডাকঘরের কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কথা জানান। পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলকে আত্মবিশ্বাসের সাথে বিজয়ের পথে হাঁটতে হবে।