
দি থার্ড আই ডেস্ক: গতকাল রাতে দেখা গিয়েছে পবিত্র রমজানের চাঁদ। এই পবিত্র মাসটিতে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা একমাস ধরে রোজা পালন করে। নামাজ আদায় করে, দোয়া করে। দানধ্যান করে। আজ থেকে ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে টুইট মারফত সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা প্রেরণ করে। আজ সকাল ৮টা ১২ নাগাদ প্রধানমন্ত্রী তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেন, “রমজান মুবারক। সবার সুরক্ষা, সুস্থতা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। এই পবিত্র মাসটি সকলের জন্য দয়া, সম্প্রীতি ও সমবেদনা নিয়ে আসুক।”
সেইসঙ্গে তিনি আরও বলেন, “আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে যেন জয়লাভ করতে পারি এবং স্বাস্থ্যকর পৃথিবীর সৃষ্টি করি।”