বিশেষ সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনার : মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষগ্রাম পাঁচঘরা খিরিশতলা এলাকার।
সেখানে করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলায় এলাকাটি জেলা প্রশাসন কর্তৃক কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়। তবে সে সবের তোয়াক্কা না করে বিশেষ করে সামাজিক দূরত্ব বিধিনিষেধ না মেনে স্থানীয়রা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে বাইরে ঘুরতে নিষেধ করা এবং বাড়িতে অবস্থান করার বিষয়টি অবগত করালে স্থানীয়রা পুলিশকর্মীদের মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনায় এক জন সাব ইন্সপেক্টর সহ ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। রড, লাঠি ইত্যাদি নিয়ে পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। পুলিশকর্মীরা প্রাণ বাঁচানোর তাগিদে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়।
হিংসার ঘটনার খবর পেয়ে বারুইপুরের এসডিপিও অভিষেক মজুমদার ও অত্র থানার ওসি দেবকুমার রায় বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। সেখানে আহত পুলিশকর্মীদের তাঁরা উদ্ধার করেন। বাহিনী নিয়ে এলাকায় শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।