পবিত্র বর্মন, শিলিগুড়ি: এনজেপিতে স্থল বন্দর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হল সাত জন। সূত্রের খবর, তৃণমূলের শ্রমিক নেতা প্রসেনজিতের ঘনিষ্ঠরাই গ্রেপ্তার হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার এলাকার স্থানীয়দের কাজের দাবিতে প্রায় দুইশোরও বেশি দুষ্কৃতী তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে এসে স্থল বন্দরে ভাঙচুর চালায়। অভিযোগ এই ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন এনজেপি এলাকার দাপুটে তৃণমূল শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়।
ঘটনার পরেই পুলিশি তৎপরতায় অভিযুক্তদের তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিন গ্রেপ্তার সাতজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় বলে জানা গেছে।