নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে বিভিন্ন ইস্যু নিয়ে সরব সিপিএমের ডেপুটেশনে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে বামকর্মী সমর্থকদের। পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসও ব্যবহার করে। ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক অফিসে আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি, প্রকৃত প্রাপকদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা, একশো দিনের কাজের টাকার দাবিতে ডেপুটেশন কর্মসূচী পালন করা হয় সিপিএমের পক্ষ থেকে। তাই সর্ব স্তরের সমর্থকদের নিয়ে গৃহীত কর্মসূচী পালনে বিভিন্ন ব্লক অফিসে জমায়েত হয়। তবে সীমান্ত লাগোয়া জলঙ্গিতে পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করে।
জলঙ্গি ব্লক অফিসের সামনে বামকর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশি বাধায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছু কর্মী তখন পুলিশের বাধা টপকে এগিয়ে যেতে থাকলে তাদের সরাতে তৎপর হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ইত্যাদি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশও তখন ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটের আঘাতে এক পুলিশকর্মী আহতের খবর পাওয়া গিয়েছে।
এ প্রসঙ্গে জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক জানিয়েছেন, “আমফান নিয়ে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ কর্মসূচি। আবার গরিব অসহায় মানুষদের একশো দিনের কাজের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি ছিল আমাদের। পুলিশকে লক্ষ্য করে কোনও হামলা চালায়নি আমাদের সমর্থকরা। আমাদের দাবি অনুযায়ী, জলঙ্গি ব্লকের বিডিওকে সরানো হয়েছে।”
সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহ আগে আমফানে দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে প্রতিবাদ জানিয়ে জলঙ্গি ব্লক অফিসারকে স্মারকলিপি দিতে যাওয়া হয়। তখন বাঁধা দেওয়া হয় দলীয় সমর্থকদের। সেই কারণে জলঙ্গিতে উত্তেজনা ছিলই। বৃহস্পতিবারের কর্মসূচিতেও ফের পুলিশ বাঁধা দিলে হুলুস্থুলুস কান্ড শুরু হয়।