নিউজপিডিয়া ডেস্কঃ রাজ্যে নয়া শিল্পের অভাব, বেকারত্ব সহ আরও অন্যান্য ইস্যুতে আজ, বৃহস্পতিবার বাম যুব কর্মী-সমর্থকদের নবান্ন অভিযান হয়। সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার কান্ড ধর্মতলায়। বাম সমর্থকদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামানও দেওয়া হয়। যার ফলে আহত হয়েছে বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক।

নবান্নে পৌঁছনোর আগেই ডোরিনা ক্রসিংয়েই মিছিল তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই দু’দলের সংঘর্ষে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে বাম যুব কর্মী-সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে রাস্তার পাশে পড়ে থাকা ইট, লাঠিসোটা ছুঁড়ে মারতে শুরু করে বাম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিশ ও বেধড়ক লাঠিচার্জ শুরু করে। কাঁদানে গ্যাস ও জলকামানও ছোঁড়া হয় ওদের লক্ষ্য করে। এই সংঘর্ষের জেরেই আহত হয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজন বাম যুব কর্মী-সমর্থককে। তবে জানা গেছে, ইতিমধ্যেই তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে নবান্ন অভিযান থেকে পিছু হঠতেও নারাজ আন্দোলনকারীরা। একাধিক স্থানে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে সূত্রের খবর।
