
দ্য থার্ড আই ডেস্ক : পদত্যাগ পত্র গ্রহণ না করে কাজে যোগ দিতে বলার পরেও কাজে পুনরায় যোগ দেননি তিনি, এই অজুহাতে কেন্দ্র শাসিত অঞ্চল দমন-দিউ এর পুলিশ আই এ এস কান্নান গোপীনাথন এর বিরুদ্ধে মামলা দায়ের করল ।
কানান গোপীনাথন কেন্দ্র সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির প্রতিবাদ হিসেবে দেশের সর্বোচ্চ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে গতবছর পদত্যাগ করেন। শেষবারের মতো তিনি দমন-ডিউ এবং দাদরা ও নগর হাভেলির সচিব পদে নিয়োগ পান।
দমন-ডিউ এর পুলিশ সুপার বিক্রমজিত সিংহ জানিয়েছেন, “ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নং ধারায় গোপীনাথনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যে ধারা পাবলিক সার্ভেন্ট কতৃক ঘোষিত সরকারি আদেশ অমান্য করার আওতায় পরে। এছারাও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারনে ১৮৯৭ সালের মহামারি আইনের ধারাও যোগ করা হয়েছে।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর দমন-ডিউ এখনও অক্ষত অবস্থায় আছে। বারবার গোপীনাথনকে কাজে যোগ দেওয়ার জন্য নোটিস ও সমন পাঠানোর পরেও তিনি কাজে যোগ দেননি। আধিকারিকরা জানিয়েছেন শেষ বার তাকে গত ১০ এপ্রিল কাজে যোগ দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনও উপস্থিতি জানাননি। ফলে সরকার বেআইনি অনুপস্থিতর মামলার নির্দেশ দিয়েছেন। মতি দমন থানায় তার নামে এফ আই আর করা হয়েছে।
গতবছর আগস্টে কাশ্মীরে সরকারের নীতির বিরোধিতা করে পদত্যাগ করে তিনি শিরোনামে উঠে আসেন এই অভিযোগ করে যে কাশ্মীরে বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে। যাইহোক স্বরাষ্ট্রমন্ত্রক তার পদত্যাগ পত্র গ্রহণ করেনি। তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয় এবং অন্যান্য আভিযোগের সাথে কাজে বেআইনি ভাবে অনুপস্থিতির জন্যও চার্জ সিট তৈরি হয়।
উল্লেখ্য, ইতোমধ্যেই দেশে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন গোপীনাথন।