নিউজপিডিয়া ডেস্ক: বাড়িতে তল্লাশি করার সময় ৮ জন পুলিশকর্মীকে খুন করে বিতর্কের কেন্দ্রে বিকাশ দুবে। ঘটনার দুই দিন অতিক্রান্ত হলেও খোঁজ নেই বিকাশের। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ২৫টি দল তাকে খুঁজে চলেছে। তবে সেদিনের ঘটনার কিছু তথ্য সামনে এসেছে।
জানা গেছে, পুলিশ যে বিকাশের বাড়িতে হানা দেওয়ার খবরটি আগেই জানিয়েছিল খোদ পুলিশকর্মীই! চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যে চৌবেপুর থানার স্টেশন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিকাশ দুবের কল রেকর্ড এবং মোবাইল ফোন ঘেঁটে চৌবেপুর থানার ওই অফিসার ছাড়াও শিবরাজপুর থানার বেশ কিছু পুলিশকর্মী এবং চৌবেপুর থানার আরও কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের বিষয়টি জানা গেছে।
একটি খুনের মামলা সহ মোট ৬০টি মামলা রয়েছে উত্তরপ্রদেশের এই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে। তার মধ্যে ২০০১ সালে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সন্তোষ শুক্লাকে থানার মধ্যেই খুন করার অভিযোগ রয়েছে দুবের বিরুদ্ধে।
এদিকে তার মা সরলাদেবী বলেন, “ওর আত্মসমর্পণ করা উচিত। নাহলে ওকে এনকাউন্টারে মারা হোক। ওর মতো পাপীকে খুঁজে বের করে মেরে ফেলা উচিত।”
এতসব হাড়হিম করা অপরাধের পরেও তার কোনও সাজা হয়নি। বরং কয়েকবার ধরা পড়েও ছাড়া পেয়ে যায়। এর মধ্যে অবাক করা বিষয় হল, উত্তরপ্রদেশ পুলিশের রেকর্ডে প্রথম ১০ অপরাধীর মধ্যে বিকাশ দুবের নামই নেই। উত্তরপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ কর্তা সহ নাকি কমপক্ষে ২৪ জনের সঙ্গে তার ব্যাপক পরিচিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর এইসব পরিচিত পুলিশকর্মীর মধ্য থেকেই বৃহস্পতিবার রাতে তার কানপুরের বাড়িতে তল্লাশির খবর আগেই পেয়েছিল বিকাশ।
যদিও গ্যাংস্টার বিকাশকে খুঁজতেই ব্যস্ত পুলিশ। আউরিয়া জেলায় বিকাশের শেষ লোকেশন জানা সম্ভব হয়েছে সূত্র মারফত। তবে পুলিশের ধারণা, সে মধ্যপ্রদেশে পালানোর চেষ্টা করতে পারে। ইতিমধ্যে তার বাবা এবং বাড়ির পরিচারককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।