শচীন দাস, ইসলামপুর: আবারও ইসলামপুর বাজার ও শহরে পুলিশি অভিযান। লকডাউনে সফল করতে এই অভিযান। ইসলামপুর বাজারে পুলিশ অভিযান করতে গিয়ে দেখতে পায় একটি সোনার দোকান সময় হওয়ার আগেই খুলে রাখা হয়েছে। এরপর ইসলামপুর থানার পুলিশ ওই সোনার দোকানের মালিক এবং দুই ক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায়। রাজ্য সরকারের নির্দেশঅনুযায়ী সোনার দোকান ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খুলে রাখার কথা। তবে ১২ টা বাজার আগেই দোকান খোলার কারণে পুলিশ তাদের আটক করেছে। অন্যদিকে সব্জি বাজার ও মুদির দোকান সকাল ১০ টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ইসলামপুর বাজার এলাকায় সময় সীমা সমাপ্ত হলেও বেশির ভাগ সবজির দোকান বন্ধ করা হয় নি। সেই সব দোকান গুলিতে অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে সমস্ত সব্জি বাজার বন্ধ করে দেয়।
এদিন দফায় দফায় ইসলামপুর শহর ও বাজার জুড়ে চলে পুলিশি অভিযান। যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, সোমবার লকডাউন বিধি নিষেধ উলঙ্ঘন করার জন্য ইসলামপুর থানা এলাকায় ১১ জন সহ ইসলামপুর পুলিশ জেলায় মোট ২৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।