নিজস্ব সংবাদদাতা, মালবাজার: ডুয়ার্সের বিভিন্ন নদীতে পুলিশ প্রশাসনের তরফে চলছে অভিযান। বিভিন্ন সময়ে ডুয়ার্সের বিভিন্ন নদীতে বেয়াইনি ভাবে হ্যান্ড ক্যাসার বসানোয় সক্রিয় হয়ে উঠেছে কিছু ব্যাবসায়ী। নদীর বুকে খনন করে চলছে বালি পাথর উত্তোলন। নদীতেই বড় বড় চালনি বসিয়ে চলছে চালনি। যারফলে একদিকে নদীতে অবাধে অবৈধ খনন চলছে। পাশাপাশি নদীতে জেসিবি দিয়ে বড় বড় চালনিতে বেআইনি ভাবে বালি পাথর চালনির কাজও করে চলেছে কিছু অসাধু ব্যাবসায়ী।
বুধবার মাল ব্লকের ঘীস নদীতে এমনই অভিযান চালিয়ে বড় বড় চালনি সহ জেসিবি আটক করলো মালবাজার থানার পুলিশ। এদিন গোপন সুত্রে খবর পেয়ে ঘীস নদী এলাকায় অভিযান চালায় মালবাজার থানার পুলিশ প্রশাসন। প্রসঙ্গত মালবাজার থানার আই সি সুজিত লামার উদ্যোগেই চলে এই অভিযান। অভিযানে এদিন চারটি বড় চালনি এবং একটি জেসিবি গাড়ি আটক করে মালবাজার থানার পুলিশ।
এদিন নদীতে কাজ করা শ্রমিক রমজান আলী, পারচু ওরাওঁ, রাজ কুমার ওরাওঁ রা বলেন, “বহু বছর ধরেই আমরা নদীতে ছোট চালনি দিয়ে বালি পাথর চালনি করে থাকি। আর সেই বালি পাথর চালনি করে যে টাকা উপার্জন হয় তা দিয়েই আমাদের সংসার চলে কিন্তু বর্তমান সময়ে দেখছি কিছু অসাধু ব্যাবসায়ী নদীর বুকে বড় বড় চালনি বসিয়ে বালি পাথর চালনি করছে। আর এতেই আমাদের বালি পাথর কেউ নিতে চাইছেন না”। তারা আরও বলেন,”বেআইনি ভাবে নদীতে জেসিবি নামিয়ে বড় বড় চালনিতে এক শ্রেনীর ব্যাবসায়ী নদীতে ব্যাবসা করছে। আর আমাদের মতন ৪০০-৫০০ জন শ্রমিক বেকার হয়ে বসে আছি। তাই বুধবার পুলিশ প্রশাসনের উদ্যোগে বড় বড় চালনি ভেঙ্গে দেওয়া হয়েছে “। এদিন ঘটনাস্থল থেকে পুলিশ সমস্ত বড় বড় চালনি নদী থেকে খুলে নিয়ে যায় এবং আটক করা হয় জেসিবি গাড়িও।
মালবাজার পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে, “এই ভাবে যারাই নদীর বুকে অবৈধ ভাবে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যাবস্থা নেওয়া হবে”।