নিউজপিডিয়া ডেস্কঃ কোভিড-১৯ পরিস্থিতিতে গোটা পৃথিবীর কর্মক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। অফিসের বদলে ‘ওয়ার্ক ফ্রম হোম’ হয়ে উঠেছে ‘নিউ নর্মাল’ জিনিস। এই ট্রেন্ডেই কি এবার সামিল হতে চলেছে আইপিএল ধারাভাষ্য?
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ‘থ্রি টিসি’ নামে তিনদলের এক অভিনব ম্যাচে ধারাভাষ্যকাররা প্রত্যেকে তার বাড়ি থেকেই কাজ সেরেছে। ভারত থেকে সেখানে কমেন্ট্রি করেছেন বরোদার ইরফান পাঠান, মুম্বাইয়ের সঞ্জয় মঞ্জরেকর ও কলকাতার দীপ দাশগুপ্ত। প্রত্যেকেই তাদের নিজের শহর থেকে ধারাভাষ্য দিয়েছে। এই বিষয়টাই ‘ভার্চয়াল কমেন্ট্রি’ নামে আলোচিত হচ্ছে।
পুরো বিষয়টা যথেষ্ট উপভোগ করেছেন ইরফান। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, আগামী সময়ে হয়ত এইভাবেই আন্তর্জাতিক আঙিনাতেও কমেন্ট্রির সুযোগ আসতে চলেছে। যদিও এই ব্যবস্থায় ইন্টারনেট সংযোগের কারণে অসুবিধার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপরও পুরো বিষয়টা যথেষ্ট উপভোগ্য ছিল বলে দীপ দাশগুপ্তও সহমত পোষণ করেছেন।
চলমান ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে যদিও গতানুগতিক পদ্ধতিতেই ধারাভাষ্যের কাজ চলছে, কিন্তু সেখানে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ‘জৈব সুরক্ষা বলয়’ এর। সেখানে দূরত্ব বজায় রেখেই ধারাভাষ্যকাররা তাদের দায়িত্ব পালন করে চলেছেন। আইপিএল ধারাভাষ্যে ‘ভার্চুয়াল কমেন্ট্রি’র বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সেটা নিয়ে চিন্তাভাবনা করছে ‘আইপিএল গভর্নিং কাউন্সিল’। খুব তাড়াতাড়িই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।