নিজস্ব সংবাদদাতা, মেটেলী: বাঙালির সবথেকে বড়ো পূজা দুর্গাপূজা। কিন্তু এই বছর দুর্গাপূজা নিয়েও সংশয় রয়েছে। দুর্গাপূজার খুব একটা দেরি নেই। এদিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে পূজা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে আম জনতা থেকে শুরু করে মৃৎশিল্পীরা।
এই পরিস্থিতিতে মৃৎশিল্পীরা যে ব্যাপক সমস্যায় পড়েছেন সে কথা বলার অপেক্ষা রাখেনা। পরিস্থিতি অনুকূল না হওয়ায় মৃৎশিল্পীর কারিগররাও ছুটেছেন অন্যত্র। এমনই ঘটনার বাস্তব রূপ দেখা গেল মেটেলী ব্লকের চালসায়।
চালসার মঙ্গলবাড়ির বিমল প্রতিমা কারখানাতেই একমাত্র প্রতিমা পাওয়া যায়। এই এলাকার মধ্যে অন্য স্থানে মৃৎশিল্পের কোনো কারখানা নেই। তা সত্ত্বেও পূজা চলে এলেও মৃৎশিল্পের কারখানা প্রায় ফাঁকা। বিমল বাবু মারা যাওয়ায় এই কারখানা দেখাশোনা করেন তার ছেলে দিলীপ রায়। বাবার কাজ থেকেই প্রতিমা তৈরির কাজ শিখেছে সে। এই কারখানার উপর নির্ভর করেই চলে তার সংসার।
কিন্তু এই পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন তিনি। দিলীপবাবু জানিয়েছেন, “করোনার কারণে বড়ো বড়ো পূজা হচ্ছেনা। আগে সারাবছর প্রতিমা তৈরি হলেও এই বছর তা আর হচ্ছেনা। তবে, পূজা হোক বা না হোক মানুষ বাঁচুক আগে। মানুষ বাঁচলে সব হবে।”