বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ির মাজারে হুজুর সাহেবের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একরামিয়া ইসালে সাওয়াব কমিটির পক্ষ থেকে আগামীকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেলা। তার আগেই জোরকদমে চলছে হুজুর সাহেবের মেলার প্রস্তুতি। সেখানে ৫০টির বেশি দোকান নেই।

এদিন সন্ধ্যার সময় পতাকা উত্তোলন করেন হলদিবাড়ি একরামিয়া ইসালের সভাপতি আফজালুল হক। সেখানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি একরামিয়া ইসালের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, হলদিবাড়ি একরামিয়া ইসালের সহ:সম্পাদক নুরল খালেক আহমেদ সহ হলদিবাড়ি একরামিয়া ইসালের অন্যান্য সদস্যরা। পাশাপাশি এদিন হলদিবাড়ি একরামিয়া ইসালের মেলা পরিদর্শন করতে আসেন উত্তরবঙ্গের আইজি নাপ্পা ই।