
দ্য থার্ড আই ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির যে প্রচেষ্টা আমেরিকা চালাচ্ছে তার বিরুদ্ধে এক হতে যাচ্ছে ইউরোপের তিন প্রধান দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। দেশ তিনটি বলছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা যেহেতু বেরিয়ে গেছে, তাই তারা আর ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রচেষ্টা চালাতে পারে না।
ইউরোপের সরকারি কর্মকর্তারা মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে বুধবার বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব পেশ করবে তাতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের প্রতি সমর্থন দেবে না। ইউরোপের ওপর একটি সূত্র জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এখনো চুক্তির প্রতি অনুগত থাকার ফলে তারা আমেরিকার প্রস্তাবের প্রতি কোন সমর্থন দিতে পারে না।
ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো এক বিবৃতিতে জানিয়েছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাবার পর আমেরিকা কোন ধরনের বৈঠকে অংশগ্রহণ করেনি।
২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল, সে অনুযায়ী সমঝোতা সই হওয়ার পাঁচ বছর পর আগামী অক্টোবরে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।