নিউজপিডিয়া ডেস্ক: আগামি ৫-ই আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। কিন্তু রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী।
‘টিভি-৯ ভারতবর্ষ’ নামক একটি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে তিনি বলেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও অবদান নেই।” তিনি আরো বলেন,”আমরা মন্দিরের পক্ষে সমস্ত যুক্তি এবং তর্ক-বিতর্ক করেছি। মন্দিরটি নির্মাণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। সরকার এখানে কিছুই করেনি।”
এই রাজনীতিবিদ আরও বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা রাজীব গান্ধী এবং পি ভি নরসিংহ রাও এবং বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংহল ছিলেন প্রধান ব্যক্তি যারা অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের এজেন্ডাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
মন্দিরটি যেখানে নির্মিত হচ্ছে সেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ হিসেবে ছিল। ওই দিন মসজিদটি হিন্দুত্ববাদী সমর্থকরা ভেঙে ফেলেছিল। তারা দাবি করেছিল যে, এটি পূর্বে রাম দেবতার জন্মস্থান ছিল। দীর্ঘ আইনী লড়াইয়ের পরে, গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এই মন্দিরটি নির্মাণের জন্য একটি ট্রাস্টের হাতে স্থান হস্তান্তর করার নির্দেশ দেয়।