নিউজপিডিয়া ডেস্ক : রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ সকাল ১১.৩০ নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী৷ প্রায় ৪০ মিনিট কথা হয়। গালওয়ান সংঘর্ষ, জাতীয় ও আন্তর্জাতিকস্তরে তার গুরুত্ব সমন্ধে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে মোদী জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
Prime Minister @narendramodi called on President Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today. pic.twitter.com/yKBXCnfboE
— President of India (@rashtrapatibhvn) July 5, 2020
শুক্রবার লাদাখে যান প্রধানমন্ত্রী৷ গালওয়ান উপত্যকায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান৷ দেখা করেন আহত সেনা জওয়ানদের সঙ্গেও৷ সীমান্তের উত্তেজনা নিয়ে এরপর নিজের বক্তব্যও রাখেন তিনি৷ তারপর এদিন রাষ্ট্রপতির সঙ্গে মোদীর সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।