নিউজপিডিয়া ডেস্ক: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহা। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে গিয়ে জেলা শাসক পবন কাদিয়ানের হাতে ওই ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়ে আসেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন, “রাজ্যের মানুষের জন্য লড়াই করছেন মুখ্যমন্ত্রী। তাঁর হাত শক্ত করতে ৫ লক্ষ টাকার একটি চেক জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দেওয়া হল। এতে উৎসাহিত হয়ে আরও অনেকেই যদি এগিয়ে আসেন, তাহলে আরও খুশি হব।”
করোনা মোকাবিলায় কোচবিহার জেলা প্রশাসনের তৎপরতায় করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের একটা অংশের মধ্যে করোনা পজেটিভ হওয়ায় রাতারাতি জেলায় আক্রান্তের সংখ্যা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসা করিয়ে ওই আক্রান্তের বেশীর ভাগ এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। জেলায় কমে গিয়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও।
কিন্তু তারপরেও সব রকম ভাবে প্রস্তুত হচ্ছে প্রশাসন। করোনা হাসপাতাল তো আছেই। সাথে সরকারি বে-সরকারি বেশ কিছু হাসপাতালে খোলা আইসলেশন ওয়ার্ড। বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহা তাঁর নার্সিং হোমেও একটি আইসলেশন ওয়ার্ড করবেন বলে জানিয়েছেন।