নিউজপিডিয়া ডেস্ক: সংরক্ষণ কোনো মৌলিক অধিকার নয়। আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, তামিলনাড়ুতে কয়েকজন ওবিসি প্রার্থী তামিলনাড়ুর মেডিক্যাল কলেজ গুলিতে কোটার জন্য আবেদন করেছিল। এবং পড়ুয়ারা দাবি করেছিল যে, কলেজ গুলি তাঁদের আসন সংরক্ষিত না রেখে মৌলিক অধিকার খর্ব করেছে।
বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ পরিস্কার জানিয়ে দিয়েছে যে সংরক্ষণ কোটা মৌলিক অধিকারের মধ্যে পরে না তাই কোটার সুবিধা না পেলে তা মৌলিক অধিকার খর্ব হবে বলে গণ্য হবে না।
পড়ুয়াদের পিটিশনে দাবি ছিল, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে তামিলনাড়ুর মেডিকেল কলেজ গুলিতে ৫০ শতাংশ ওবিসি কোটা রাখতে হবে এবং ভর্তির ব্যবস্থা করতে হবে। কোটায় ভর্তি হতে না পারলে তা মৌলিক অধিকারের অবমাননা করা হবে বলে পিটিশনে বলা হয়। কিন্তু শীর্ষ আদালত প্রশ্ন করেছে, এতে কার অধিকার খর্ব হচ্ছে? মৌলিক অধিকার খর্ব হলে তা ৩২ ধারা দেওয়া যায় কিন্তু সংরক্ষণ কোনো মৌলিক অধিকার নয়। তাই পিটিশন প্রত্যাহার করে তা মাদ্রাজ হাইকোর্টে নিয়ে যাওয়ার অনুমতি দেয় তাঁরা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, সরকারি চাকরিতে সংরক্ষণ কোনো মৌলিক অধিকার নয়। তাই এসসি ও এসটি দের সংরক্ষণ দিতে কোনো রাজ্য সরকার কে তারা নির্দেশ দিতে পারে না।