বাপি আকুঞ্জি, উত্তর ২৪ পরগনা: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে ডা: কাফিল খান ও সার্জিল উসমানীর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার বারাসাত, সন্দেশখালি, বসিরহাট, কাজিপাড়া, কারিগরপাড়া, চাপুড়িয়াতে জায়গায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি শিক্ষক আব্দুল ওয়াহিদ, বারাসাত সাব ডিভিশন কমিটির সহ সভাপতি হাফিজ সাজ্জাদ আলি, শিক্ষক মোবারক হোসেন, সেখ আজহার উদ্দিন, সেখ আফ্রিদী প্রমুখ।
আবু সিদ্দিক খান নিউজপিডিয়াকে বলেন : ” ডাক্তার কাফিল খান একজন নিরাপরাধ, কর্তব্যপরায়ন মানবিক ডাক্তার। বিশ্বব্যাপী চিকিৎসা জগতে যথেষ্ট সুনাম অর্জন করে ফেললে উত্তর প্রদেশ সরকারের কাছে হিংসা ও ইর্ষার শিকার হন। গতবছর ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনে বক্তব্য রাখার জেরে তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছরে মে মাসের শেষ দিকে জামিন পেলেও আবার তাকে জাতীয় নিরাপত্তা আইনে কারাগারে বন্দি করা হয়। বর্তমানে জেলে তাঁর করুণ অবস্থা। সম্প্রতি তিনি চিঠিতে জানিয়েছেন জেলের মধ্যে নরকীয় যন্ত্রনা দেওয়া হচ্ছে তাঁকে। আগামীকাল তার কেসের শুনানি আছে। আমরা তাঁর মুক্তি চাই।”