নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর বিজেপির বিধায়ক এর রহস্যজনক মৃত্যু ঘিরে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্যে বন্ধের আহ্বান করা হয়। কোচবিহার জেলায় সকাল থেকে বিস্তির্ণ এলাকায় বন্ধের ছবি ধরা পড়ে।এদিকে এই বন্ধের প্রতিবাদে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ কুচবিহার পৌরসভার চেয়ারম্যান এবং শতাধিক কর্মী উপস্থিত ছিলেন মিছিলে।
এই বিষয়ে প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানান, এই বনধ মানুষের বিরুদ্ধে বনধ, তিনি আরো বলেন একদিকে করোনা আবহে লকডাউনের এর জেরে ব্যবসা বাণিজ্য বনধের মুখে। ঠিক এই সময় গোটা রাজ্যে বনধ ডেকে সাধারণ মানুষের জীবন যাপন বিপন্ন করার প্ল্যান করছেন বিজেপি। এই বনধ মানুষের বিরুদ্ধে এর তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় তীব্র প্রতিবাদ মিছিল চলবে পাশাপাশি গোটা রাজ্যে বনধের প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল চলবে।