নিজস্ব সংবাদদাতা, গাজোল: মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ২১শে বিধানসভার গাজোলের তৃণমূল মনোনীত প্রার্থী বাসন্তী বর্মন বৃহস্পতিবার গাজোলের ভিতর বাজার ঐতিহাসিক কালী মন্দির পুজো দিলেন। এরপর দুর্গা মন্দির, শিব মন্দিরে পুজো দিয়ে গরুহাটি তারা কালী মন্দিরে তারা মায়ের গলায় ফুলের মালা পরিয়ে পুজো দেওয়ার পর মসজিদে গিয়ে দোয়া চান। এরপর নন্দীগ্রামে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর যে আঘাত হয়েছে তাঁর পরিপ্রেক্ষিতে আজ গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাজোল ব্লক গেটের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক এর উপর প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ সমাবেশ করে।
এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গাজোল ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ। জেনারেল সেক্রেটারি গৌড় চন্দ্র চক্রবর্তী, আইএনটিইউসি সভাপতি অরবিন্দ ঘোষ। গাজোল ব্লক বিধানসভার প্রার্থী বাসন্তী বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ।