আব্দুল ওয়াহাব, গাজোল: গাজোল গ্রামীণ হাসপাতাল বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন না পাওয়ার কারণে , গাজোল গ্রামীণ হাসপাতালের সামনে 512 নম্বর জাতীয় সড়কের উপর , সম্মিলিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী । এদিন মহিলারা সড়কের মাঝ পথে বসে বিক্ষোভ দেখান । এই বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। এদিকে সমস্যার সম্মুখীন হয় নিত্যযাত্রীরা। করোণা ভ্যাকসিন বুধবার থেকে গাজোল গ্রামীণ হাসপাতালে দেওয়া হচ্ছে একথা শুনে গাজোল ব্লকের বিভিন্ন প্রান্ত ও দূর-দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করে।
মালদা ছাড়াও দক্ষিণ দিনাজপুর ইটাহার থেকেও সাধারন জনগন আসে ভ্যাকসিন নিতে। ক্ষিতীশ মন্ডল বলেন, গতকাল লাইনে দাঁড়িয়েছেন গাজোল গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে বলা হয় এদিন ভ্যাকসিন দেওয়া হবে। যার জেরে লাইনে দাড়ান কিন্তু এদিন গাজোল গ্রামীণ হাসপাতালে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নেই বলেন ঘোষণা করলে তারা পথ অবরোধে সামিল হন।