বিহির আলম, দিনহাটা: ঘটনার সূত্রপাত ১৪ই আগস্ট জি৫ (Zee 5) অনলাইনে মুক্তি করেছে ‘অভয় ২’এর ওয়েবসিরিজ। আর, সেই ওয়েব সিরিজের একটি দৃশ্য বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের লিস্টে দেখানো হয়। কার্যত এই ঘটনার প্রতিবাদের ঢেউ নামে নেটদুনিয়ায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজেদের ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা।
এই ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামে AISB দিনহাটা লোকাল কমিটি। এদিন দিনহাটা হেমন্ত বসু কর্নারে ওয়েবসিরিজের পোস্টার পুড়ে প্রতিবাদ জানায় তাঁরা।
আজকের এই প্রতিবাদ কর্মসূচীতে কমিটির পক্ষথেকে উপস্থিত ছিলেন রাজ্যকমিটির সদস্য কমরেড পীযুষ বর্মন, কমরেড শাওন শরীফ, কমরেড মুশাহিদ আলি, কমরেড শাকিল আহমেদ ও দলের অন্যান্য কর্মী সমর্থকরা।