শচীন দাস, ইসলামপুর: আবাস যোজনার ঘর না মেলায় বিক্ষোভে সামিল সাধারণ মানুষ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতে। উত্তপ্ত জনতা এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসলামপুর বিধানসভার রিংকুয়া এলাকায় প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে VRP কর্মীরা যে সার্ভে করেছিল তাতে VRP কর্মীদের গাফিলতির কারণে প্রকৃত উপভোক্তারা আবাস যোজনার ঘর পাননি। এমনকি রায়পাড়া এলাকার প্রায় প্রত্যেকটি পরিবার অভিযোগ বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে স্থানীয় জনগণ অবরোধ তুলে নেয়।