বিশেষ প্রতিনিধি: করোনা অতিমারি বিপন্ন করেছে মানুষের স্বাভাবিক জীবনযাপনকে। লকডাউনের ফলে দেশের অধিকাংশ স্থানেই দেখা যাচ্ছে দুরাবস্থার নির্মম চিত্র। এমতাবস্থায় অসহায় নিরন্ন মানুষদের সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ সহৃদয় ব্যক্তিরা।
এবার এই উদ্যোগে এগিয়ে আসলো শব্দমূল পত্রিকা। পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক চঞ্চল ভট্টাচার্য ও সন্দীপ ঘোষ। এই পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন সোমনাথ ভট্টাচার্য ও শিবরাম হাঁসদা। উল্লেখ্য যে, লকডাউনের সময় থেকেই এই ক্ষুদ্র পত্রিকা সংস্থা মানুষের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সংস্থার এই উদ্যোগে অনেক সহৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। সেইসঙ্গে সংস্থার তরফ থেকে নিজেরাও অর্থ একত্রিত করে মানুষের সাহায্য করে আসছেন।
কিছুদিন পূর্বেই প্রকাশিত হয় শব্দমূল পত্রিকার বিশেষ সংখ্যা (পিডিএফ)। এই সংখ্যার বিক্রিত সমস্ত অর্থই খরচ করা হয় অসহায় নিরন্ন মানুষদের জন্য। পত্রিকার তরফ থেকে জানা যায়, এখনও পর্যন্ত ১০০ টি অসহায় পরিবারকে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৫০ টি পরিবারের হাতে তারা ত্রাণ তুলে দিয়েছে। ছিল চাল, ডাল, সোয়াবিন, মুড়ি, বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রত্যন্ত স্থানগুলিতে সাহায্য করেছে এই সংস্থা। এই পত্রিকা সংস্থার সম্পাদক চঞ্চল ভট্টাচার্য নিউজপিডিয়াকে জানান, “আমাদের আরও কিছু সাহায্যের প্রয়োজন।
সকলকে সাহায্যের অনুরোধ রইলো।তাহলে আমরা আরও অনেক দুঃস্থ মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবো। এই শেষ নয়, আগামিতেও চলবে এই কর্মসূচি।”
Beautiful