নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: নভেল করোনা ভাইরাস অতিমারী কালে কেন্দ্রীয় সরকারের ‘নয়া জাতীয় শিক্ষানীতির’ তীব্র সমালোচনা করে, শিক্ষানীতির অনুলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলো আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ।
পিএসইউ-এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লার উপস্থিতিতে শতাধিক ছাত্র-ছাত্রী আমতলা বাজারের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পিএসইউ-এর রাজ্য সম্পাদক জানিয়েছেন, “এই নয়া শিক্ষানীতির মধ্য দিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ বাজারের হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে৷ সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও, তা অস্বীকার করে শিক্ষাকে সম্পূর্ন কেন্দ্রীয়করণ করতে চাইছে৷ আমাদের সংগঠন মনে করে এই শিক্ষানীতি প্রয়োগের আগে সহিষ্ণুতার সাথে সবরকম বিতর্ককে স্বাগত জানানো হোক৷” এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পিএসইউ-এর জেলা সম্পাদক হাবিবুর রহমান, জেলা সভাপতি জিয়াউল সেখ ও রুবেল সেখ সহ জেলা নেতৃত্ববৃন্দ।