
নিজস্ব সংবাদদাতা: রেশন বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যে। লকডাউন চলাকালে জেলায় জেলায় রেশন বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্ত কিছু ঘটনা প্রকাশ পায়। শনিবারও রেশন বিলিকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হল মুর্শিদাবাদ থেকে বর্ধমান, রাজ্যের একাধিক জেলা।
এদিন মুর্শিদাবাদের সালারে শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনশ্রী গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে কম পরিমাণ সামগ্রী দেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। সেখানে রেশন ডিলার হালিম শেখ এর বাড়ির সামনে থাকা কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ভাঙুচুর চালানো হয় ডিলারের বাড়িতে। নিজেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালান রেশন ডিলার। ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার অনীশ সরকার। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা জানিয়েছেন, ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।
জেলার অপর এক ঘটনায় লালগোলা থানার যশইতলা গ্রাম পঞ্চায়েতের ধুলাউড়ি গ্রামের রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা। রেশন সামগ্রী কম দেওয়ার পাশাপাশি ভাল চালের সঙ্গে খারাপ চাল মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। ভয়ে ডিলার বাড়িতে আত্মগোপন করেন। ফোন করার পরেও পুলিশ দেরী করে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানায় বিক্ষোভকারীরা।
রেশন নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে বর্ধমানেও। মেহেদিবাগান এলাকায় এক রেশন ডিলার কম সামগ্রী দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বকেয়া চাল দেওয়ার ব্যবস্থা করায় পরিস্থিতি শান্ত হয়।
পূর্ব বর্ধমানের জামালপুরেও রেশনে চাল কম দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত রেশন ডিলার সুবীর নন্দী আবার জামালপুর ব্লক রেশন ডিলার সমিতির সম্পাদক।
শুক্রবার নবান্ন থেকে রাজ্য সরকার সিদ্ধান্তের কথা জানায়, তাতে বলা হয়েছে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালে দোকান বন্ধ করে দেবে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হবে রেশন বিলি।