লোকেশ দেবনাথ, নদীয়া: রানাঘাটে রবীন্দ্র ভবনের পুনঃনির্মাণের কাজ অবিলম্বে শেষ করতে হবে এই দাবি তুলে একটি সমাজসেবী সংস্থা, রানাঘাট মৈত্রী আজ রবীন্দ্র ভবনের সামনে গণ-অবস্থানে বসে। জানা যায়, ১৯৬০ সালের ডিসেম্বর মাসে ভারতবর্ষের প্রথম তথা এশিয়াতে প্রথম রবীন্দ্র ভবন রানাঘাট শহরে নির্মিত হয়। এরপর ২০০০ সালের বন্যায় প্রথম রবীন্দ্র ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে রবীন্দ্র ভবন পুনরায় নির্মাণের দাবি তুলে বহু স্বেচ্ছাসেবী সংস্থা আন্দোলনে নেমেছিল। আর আজ, বুধবার রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, রানাঘাট মৈত্রী একই দাবি তুলে রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বোসপাড়া নবনির্মিত রবীন্দ্র ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি করে।

