নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রাম পুজো ও যজ্ঞ বন্ধ করে দিল পুলিশ। বুধবার জংপাইগুড়ির কংগ্রেস পাড়ার রাস্তার ধারে ঘটা করে পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে বাধ সাটল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ ও পুজোর আয়োজকদের মধ্যে বচসা শুরু হয়। পুলিশের ব্যক্তব্য, “রাস্তার ধারে সরকারি জমিতে পুজো করা যাবে না।”
পরবর্তীতে পুজোর সমস্ত আয়োজন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দেন জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ সহ পুজো কমিটির সদস্যরা।