বিশেষ প্রতিনিধি, পুরুলিয়া : লকডাউনের দরুণ দুরাবস্থা নেমে এসেছে দেশের একাধিক অঞ্চল থেকে। এমতাবস্থায় অসহায় মানুষদের সহযোগিতা হাত প্রসারিত করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। তবে সমস্যা দেখা গিয়েছে নিম্ন মধ্যবিত্তদের সাহায্য করার ক্ষেত্রে। কারণ এই সমস্ত মানুষদের অভাব থাকলেও দ্বিধা-দ্বন্দ্বে এনারা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে চায় না। এই ধরনের মানুষদের সাহায্য করার উদ্দেশ্যেই পুরুলিয়ার মুনসেফডাঙায় বেশ কয়েকজন তরুণ-তরুণীরা একত্রিত হয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করলো।
এই ‘বন্ধু দল’ লকডাউনের সময় থেকেই বিভিন্নভাবে পুরুলিয়ার অসহায় মানুষদের সাহায্য করে আসছে। এবার আবারও এই দলের তরফ থেকে এক টাকার বাজারের আয়োজন করা হয়। শুক্রবারের এক টাকার বাজারে ছিল ১৫০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন। এইদিন মুনসেফডাঙার স্থানীয়রা এক টাকা দিয়ে ক্রয় করেছে স্যানিটারি ন্যাপকিন। কিছুক্ষণের মধ্যেই ১৫০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিক্রি হয়ে যায়। তাদের এই উদ্যোগে দোকান সামলানোর দায়িত্বে ছিলেন দেশনা, চৈতালী, সমীর, বিশ্বনাথ, চন্দন প্রমুখ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কমিটির এক সদস্য নিউজপিডিয়াকে জানান, “নিম্ন মধ্যবিত্তদের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। কিছুদিন ছাড়া ছাড়া পুরুলিয়ার বিভিন্ন স্থানে আমরা এই বাজার বসাবো। বাজারে থাকবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস।”