সোমনাথ দত্ত, মালবাজার: সোমবার মালবাজার ব্লকের পাথরঝোড়া চাবাগানে ধরা পড়ল একটি বিশালাকৃতির পাইথন। করোনা আবহে বন্যপ্রানীর চাবাগান ও গ্রাম্য এলাকায় প্রবেশে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত। বিগত সপ্তাহে ক্রান্তি ব্লকের মাগুরমারীতে ধরা পড়েছিলো ১২ ফুট লম্বা অজগর সাপ। চারদিন পরে পুনরায় বড়দিঘী চা বাগানের ১৭ নং সেকশনে আরও একটি অজগর সাপ উদ্ধার হয়। সোমবার সকালে মালবাজার ব্লকের পাথরঝোড়া চাবাগানের ১৩ নং সেকশনে সকাল ৯ টা নাগাদ একটি রক পাইথন উদ্ধার হয়।
বাগানের বাসিন্দা দীবার সার বলেন, “সকালে চা পাতা তোলার সময় একটি বিশাল রক পাইথন সাপকে কুন্ডলী পাকিয়ে থাকতে দেখা যায়। সাপ বেরোনোর খবর পেয়েই এলাকায় লোক ভীড় জমায়। খবর পেয়েই মালবাজার বন্যপ্রানী ২ এর রেঞ্জার দীপেন সুব্বা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা নিয়ে যায়। এই ঘটনায় বাগানের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
প্রসঙ্গত রেঞ্জার দীপেন সুব্বা বলেন, রক পাইথন লম্বায় ১৩ ফুট ও সলজর পীট উইপার সাপটি ১.৩৬ মিটার লম্বা। সাপকে দুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তরের তরফে খবর পাওয়া গেছে ।