নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার বিধানসভা ভোট। তার আগেই বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। ভোটের মুখেই তৃণমূল ছাড়লেন প্রাক্তন রেলমন্ত্রী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।
শুভেন্দু, রাজীবের মতো তাঁরও বক্তব্য, দলে থেকেও কাজ করা সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, দমবন্ধ হয়ে আসছে, তাই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিলেন। এদিন রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী আরও জানান, “আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যে অশান্তি হচ্ছে। আমরা সেখানে কিছু বলতে পারি না।”
ভোটের মুখে বারংবার ধাক্কা খাচ্ছে রাজ্যের শাসকদল। এদিন দীনেশ ত্রিবেদীর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ক্রমশ সম্ভাবনা বাড়ছে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার। এই নিয়ে সংশ্লিষ্ট মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।