নিউজপিডিয়া ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, শান্তিনিকেতনে নিজেই বহিরাগত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব বিভিন্ন মহল। বিশ্বভারতীর আশ্রমিক, প্রাক্তনী থেকে শুরু করে বাঙালির জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে।