
দ্য থার্ড আই ডেস্ক : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ভাষণের পর ভারতীয় রেল যাত্রীদের উদ্দেশ্যে সমস্ত পরিষেবা আগামী ৩ মে পর্যন্ত স্থগিত করল।
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০,০০০ পার করেছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী আজ সকাল দশটায় জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত করার ঘোষণা করলেন। এই ঘোষণার পর পরই ভারতীয় রেল তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। এতদিন ১৪ এপ্রিল লকডাউন ঘোষণার পর ২২ এপ্রিল থেকে ট্রেনের অনলাইন বুকিং পাওয়া যাচ্ছিল।
আইআরসিটিসি জানিয়েছে, “২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত করা সমস্ত বুকিং বাতিল করা হল। বুকিংগুলি ‘অটো ক্যানসেল’ হয়ে পুরো টাকাই ফেরত পাবে যাত্রীরা। যাত্রীদের দিক থেকে টিকিট ক্যানসেল করার দরকার নেই”। তবে বাড়িতে বসে টিকিট বুকিংয়ের সুবিধা দেওয়ার জন্য আইআরসিটিসি’র পক্ষ থেকে নন-এসির জন্য টিকিট প্রতি ১৫ টাকা এবং এসি বুকিংয়ের জন্য টিকিট প্রতি ৩০ টাকা সার্ভিস চার্জ কাটা হয়েছে। সেই টাকা ফেরত পাওয়া যাবে কিনা স্পষ্ট কিছু জানানো হয়নি।